This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, June 4, 2021

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আপডেট

 আপডেট (০১ জুন ২০২১)ঃ

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আপডেট করেছে। আগামী ০৪/০৬/২০২১ তারিখ হতে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা মোতাবেক.... ★ভারত, নেপাল, মালদ্বীপ, মালয়শিয়া, বাহরাইন, ব্রাজিলসহ মোট ১১ টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ ঐ দেশগুলিতে যেতে পারবেন না৷ (Group A তে ঐ ১১ টি দেশের তালিকা দেখে নিন)।



★তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ১১ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ ★ উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পূর্বের আদেশের ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷ ★Group B তে আছে মোট ০৮ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐ তালিকার অন্তর্ভুক্ত কুয়েত ও ওমান হতে আগত যাত্রীদের বাংলাদেশে পৌছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ০৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ঐসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিং এর প্রমাণপত্র দেখাতে হবে। ০৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷ ★Group B তে থাকা ডেনমার্ক, গ্রীস, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া ও কোস্টারিকা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে। ★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷ ★Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না। ★Group B এবং Group C এর অন্তর্ভুক্ত দেশগুলিতে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে। ★Group B, Group C এবং বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে Group A এর অন্তর্ভুক্ত দেশগুলি থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সকলকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।
Share:

Tuesday, June 1, 2021

সাবধান_এদের_থেকে

 #সাবধান_এদের_থেকে.

বাংলাদেশের ট্যুরিজম এরিয়া গুলোতে যে যেখানেই ভ্রমন করতে যাবেন সবসময় কিছু ব্যাক্তিদের থেকে সাবধানে থাকবেন। ১)সস্তা ফটোগ্রাফার...

এরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে তাদের আসল রূপ।আপনার হিসাবে যেখানে 50 টা ছবিও আসেনা সেখানে তারা সর্বনিম্ন 500 ছবি কোন দিক দিয়ে উঠাবে টেরও পাবেন না,তারপর শুরু হবে তাদের সংঘবদ্ধ চাদাবাজি তখন আপনার মনে হবে আপ্নি ছবি তুলে জিবনে সবচেয়ে বড় অন্যায় করেছেন। এসব ক্ষেত্রে অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে তুলবেন নতুবা তাদের সাথে চুক্তি করে নিবেন যে এত ছবি এত টাকা। ২)অটোওয়ালা,ভ্যান ওয়ালা,সিএন জি ওয়ালা ট্যাক্সিওয়ালা ইত্যাদি... এরাও আরেক বড় ধরনের বাটপাড় কারন এরা আপনাকে 2 মিনিটের রাস্তা 30 মিনিট ঘুরিয়ে বলবে 500 দেন ভাড়া,তাই ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে সবসময় অনলাইন রাইড শেয়ারিং এপ্স গুলো হেপ্লফুল। বা সবসময় অপরিচিত যায়গাতে গুগলম্যাপ এর সাহায্য নিয়ে চলাফেরা করুন অনেক বেচে যাবেন। আবার অনেক সময় এরা হোটেল যদি আপনাকে কোন হোটেল সাজেস্ট করে নিয়ে যায় তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে। ৩)হোটেল বা কটেজ এর দালাল.. এরা আপনাকে ট্যুরিষ্ট এরিয়াতে গেলে মাথা খেয়ে ফেলবে,আর এদের মাধ্যমে যদি কোন হোটেকে যান তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে। তাই চেষ্টা করবেন অনলাইন বুক করে যাওয়ার নতুবা নিজে খুজে তারপর হোটেলে উঠবেন। ৪)সুমিষ্টভাষী হোটেলবয় কিংবা লোকাল ব্যাক্তি.. আপনি দেশে কিংবা বিদেশে হোটেলবয় কিংবা লোকালদের প্ররোচনায় এমন কোন কাজে লিপ্ত হবেন না যেটা সেই দেশের আইনানুগ অপরাধ,এটার জন্যে ঘটে যেতে পারে আপ্নার জিবনে র সবচেয়ে বড় কোন দুর্ঘটনা। তাই ঘুরতে যাবেন ঘুরবেন তবে এসব থেকে সাবধান থাকবেন... ৫)ট্যুরিষ্ট গাইড... সবসময় ট্যুরিষ্ট গাইড এর ব্যাপারে খুবই সচেতন থাকবেন এবং অবশ্যই তার ব্যাপারে পর্যাপ্ত খোজ খবর নিয়ে তারপর তাকে নিবেন। এক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য বড় ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সাহায্য নিতে পারেন,তবে অবশ্যই ভালো সুনামধন্য কোন এজেন্সির সহায়তা নেবেন। আর ট্যুরিষ্ট গাইড কোন নতুন প্লেসের কথা বললে অবশ্যই গুগল করে জেনে নিবেন। ৬)বাস ট্রেন কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন... ভ্রমনের ক্ষেত্রে দুইটাকা বেশি হলেও চেষ্টা করবেন যেগুলো ব্রান্ডেড কম্পানি সেগুলোতে ভ্রমন করার,কারন ননব্রেন্ড গুলো খুবই বাজে সার্ভিস দিয়ে থাকে। যা আপনার ভ্রমনকেই পেইনফুল করে তোলার জন্য যথেষ্ট। আপনাদের প্রতিটা ভ্রমন আনন্দময় এবং নিরাপদ হোক এই কামনা রইলো। ধন্যবাদ সংগ্রহীত
🖤
Share:

বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ১৮টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন ২৬টি দেশে

 বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ১৮টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন ২৬টি দেশে



দেশের বাইরে যেতে হলে সাধারণত ভিসার প্রয়োজন হয়। তবে বিশ্বে বেশ কিছু দেশ রয়েছে যেগুলোতে যেতে বাংলাদেশের নাগরিকদের জন্য প্রয়োজনের হবে না ভিসার। এছাড়া কিছু দেশে রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা।


বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সে এসব দেশের কথা তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ১৮টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন ২৬টি দেশে। তবে ১৫৪টি দেশে যেতে পাসপোর্টে ভিসা থাকতে হবে।

ভিসা ছাড়াই যাওয়া যাবে যেসব দেশে

এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।

যেসব দেশে রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা

এশিয়ার মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া (৩০ দিন), টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা), আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।


দেশের বাইরে যেতে হলে সাধারণত ভিসার প্রয়োজন হয়। তবে বিশ্বে বেশ কিছু দেশ রয়েছে যেগুলোতে যেতে বাংলাদেশের নাগরিকদের জন্য প্রয়োজনের হবে না ভিসার। এছাড়া কিছু দেশে রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা।

বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সে এসব দেশের কথা তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ১৮টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন ২৬টি দেশে। তবে ১৫৪টি দেশে যেতে পাসপোর্টে ভিসা থাকতে হবে।

ভিসা ছাড়াই যাওয়া যাবে যেসব দেশে

এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।

যেসব দেশে রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা

এশিয়ার মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া (৩০ দিন), টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা), আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।
Share:

Monday, May 31, 2021

কক্সবাজারে ফ্লাইট চালু হচ্ছে মঙ্গলবার

 প্রায় দু’মাস বন্ধ থাকার পর কক্সবাজারে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১ জুন) থেকে এয়ারলাইন্সগুলো কক্সবাজারে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। বেবিচক সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার নির্দেশ দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ১ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিট ও বিকাল ৫টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও চার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলাবার থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা।

Share:

Saturday, May 29, 2021

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

 অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ছয়টি গন্তব্যে ২৫টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। করোনাকালে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।


ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, যশোরে ছয়টি, সৈয়দপুরে সাতটি, সিলেট, রাজশাহী ও বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ১ জুন থেকে ঢাকা থেকে সিলেটে আরও একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো পরিচালনা করছে ইউএস-বাংলা। এয়ারলাইন্সের বিমান বহরে আরও চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। 
ইউএস-বাংলা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ৭টা, ১০টা, দুপুর ২টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ২৫ মিনিট, বেলা ১১টা ২৫ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিট, ৯টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ২৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, দুপুর ১টা ৪৫ মিনিট, বিকেল ৪টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ও ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিট, ১০টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট, ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে এবং সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করছে সকাল ৮টা ৩৫ মিনিট, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা, ৫টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টায়।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল ৮টা ও সন্ধ্যা ৭টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৯টা ২০ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এছাড়া আগামী ১ জুন থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে সিলেটে এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ২টা ৫০ মিনিটে একটি অতিরিক্ত ফ্লাইট ছেড়ে যাবে।

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে সকাল ৯টা ও বিকেল ৪টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ১০টা ২০ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে।

ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সকাল ৯টা ৩০ মিনিট ও বিকেল ৫টা এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ১০টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে।



করোনাকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

Share:

Wednesday, May 19, 2021

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।

 যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।


সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে।
প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে। করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।
আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।
এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।
এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে।
ফলে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।
আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তির দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।
এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না।
সূত্রঃ বাংলা এভিয়েশন
Share:

Sunday, May 2, 2021

মঙ্গলবার থেকে কুয়ালালামপুরে ইউএস-বাংলার ফ্লাইট

 



বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী মঙ্গলবার (৪ মে) থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। করোনা মহামারীর মধ্যে প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।বর্তমানে করোনা মহামরীর মধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন শর্তারোপের কারণে ইউএস-বাংলার ফ্লাইট প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং স্থানীয় সময় রাত ২টায় কুয়ালালামপুরে অবতরণ করবে। পুনরায় বুধ ও শুক্রবার রাত ৩টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে।

কোভিড-১৯ মহামারীতে বর্তমানে সরকারের নির্দেশনা মতে ঢাকা থেকে দুবাই, দোহা, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে ঢাকা থেকে মাস্কাট, চেন্নাই, কলকাতা ও ব্যাংকক।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে কক্সবাজার ব্যতীত সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং-৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

Share:

Sunday, January 24, 2021

জরুরী প্রয়োজনে ভ্রমণ করুন Rain Tours And Travels এর সাথে

 



জরুরী প্রয়োজনে ভ্রমণ করুন Rain Tours And Travels এর সাথে ! ঢাকা , কক্সবাজার ,চট্টগ্রাম, সিলেট কিংবা সৈয়দপুর যেকোনো গন্তব্যেই আপনি পৌঁছে যেতে পারছেন সাশ্রয়ী এই মূল্যে!
আমাদের থেকে আজই বুকিং দিন আপনার এয়ার টিকিট আর কম সময়ে, কম ঝুঁকিতে পৌঁছে যান আপনার গন্তব্যে। নিজে সচেতন হোন, সচেতন করুন সবাইকে।
বুকিং সংক্রান্ত যেকোন গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ +8801717238377
মেসেজ করুনঃ https://www.facebook.com/raintoursandtravels/inbox/...
*প্রস্তাবিত বিমান ভাড়া, ভ্রমণ তারিখ, শ্রেণী ও সময়কাল ভেদে বিমানের নীতিমালা অনুযায়ী পরিবর্তন সাপেক্ষ এবং শর্ত প্রযোজ্য।
আমাদের অফিসের ঠিকানা:
টংগী গাজীপুর অফিস:
Shomobi complex satation Road.
☎ ফোন: 01717238377 ,01912995531
📧 ই-মেইল: raintours2019@gmail.com
🌏 ওয়েবসাইট : www.raintoursandtravels.com
Share:

Friday, January 15, 2021

সুন্দরবন #প্যাকেজ #ট্যুরঃ ( ৩ দিন ২ রাত )

 

সুন্দরবন #প্যাকেজ #ট্যুরঃ ( ৩ দিন ২ রাত )

-
0১৬১৭০৭৫৮৬৬ মাহবুবুল ইসলাম রুবেল
সকাল ৭ টায় খুলনা ফরেষ্ট ঘাট থেকে আমাদের জাহাজ সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়।প্রতিবছর সুন্দরবন ভ্রমনে পর্যটকদের অধিক উৎসাহের কারনে সুন্দরবনে অতিরিক্ত লোকের সমাগম ঘটে,তাই ভ্রমনের নুন্যতম ৪/৫ দিন পুর্বে বুকিং না করলে জাহাজের আসন পাওয়াটা কঠিন। তাই আসন ফুরিয়ে যাওয়ার পুর্বেই আপনার নির্ধারিত তারিখ অনুযায়ী বুকিং দিন। সম্পুর্ন সাস্থবিধি মেনে এই ট্যুর পরিচালনা করা হয়।
-
ফোনে/অনলাইনে বা সরাসরি যে ভাবেই যেখানেই বুকিং দিন, বুকিং এর পুর্বে ভালোভাবে খোঁজ নিয়ে, বিস্তারিত ভালো করে জেনে তারপর বুকিং কনফর্ম করুন।কারন কথা বা জানার ক্ষেত্রে কোন গ্যাপ থাকলে যেমন আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হবে,আবার ঠিক তেমনি আমাদেরও সুনাম নষ্ট হতে পারে। যা আমাদের কারোই কাম্য নয়।
> একটি সুন্দর ভ্রমন হোক আপনার জীবনের সুন্দর সৃতি।ধন্যবাদ আপনাকে।
-
#ভ্রমন খরচঃ ( ৩ দিন ২ রাত )
-------------------------------------------
আমাদের ভ্রমণ খরচ জাহাজ ও সেবার মান ভেদে ৭,৫০০ থেকে ৯,০০০ টাকা পর্যন্ত রয়েছে।
★ ইকোনমি সিঙ্গেল রুম - ৭৫০০/-
★ স্টান্ডার্ড এটাস্ট বাথরুম - ৯০০০/-
-❑ ভ্রমনের তারিখ সমুহঃ ( ৩ দিন ২ রাত )
-------------------------------------------------
নোটঃ প্রতি সাপ্তাহে আমাদের প্যাকেজ রয়েছে। (এছাড়াও যেকোনো দিন আমরা গ্রুপ ট্যুর ও কর্পোরেট ট্যুর করে থাকি)
আগামী ভ্রমন সিডিউলঃ ( খুলনা-সুন্দরবন-খুলনা )
-
★ ২৫,২৬,২৭ জানুয়ারি ২০২১
-
খুলনা থেকে যাত্রা শুরুঃ
জাহাজ ছাড়ার সময়ঃ সকাল ৭ টা
জাহাজ ছাড়ার স্থানঃ খুলনা ফরেষ্ট ঘাট
-
❑ Contact:
Email : raintours2019@gmail.com
01717238377 ( Mahbubul Islam Rubel )
❑ এই ভ্রমন প্যাকেজে যা থাকছেঃ

-------------------------------------
> খুলনা-সুন্দরবন-খুলনা জাহাজে ভ্রমন।
> তিন বেলার খাবার ( ৩ দিন ২ রাত )।
> বিকালে নাস্তা।
> দুপুর ১২ টায় আবার নাস্তা।
> সফট ড্রিংকস,ফল ইত্যাদী।
> চা-কফি (Available)।
> বার-বি-কিউ পার্টি।
> ভ্রমন ট্যাক্স (ফরেষ্ট রেভিনিউ)।
> স্পট পরিদর্শন।
> স্পটের এন্ট্রি ফি।
> দক্ষ গাইড।
> ক্যাটারিং সুবিধা।
.
❑ এই ভ্রমনে প্যাকেজে যা থাকছে নাঃ
---------------------------------------
> ঢাকা-খুলনা-ঢাকা যাতায়াত।
> ঢাকা-খুলনা-ঢাকা যাতায়াতের সময় খাবার।
> বাসে যাত্রা বিরতিতে খাবার।
> ব্যাক্তিগত খরচ।
> লন্ড্রী খরচ।
> ফরেনারদের ক্ষেত্রে অতিরিক্ত ভ্রমন ট্যাক্স
( ফরেষ্ট রেভিনিউ ) টাকা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
> প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি এমন খরচ।
.
বুকিং এর জন্য কল করুনঃ ০১৬১৭০৭৫৮৬৬
.
❑ পরিদর্শেনের স্থানঃ
-------------------------------
করমজল ইকো পার্ক্।
হাড়বাড়িয়া।
কটকা।
জামতলা সি-বিচ।
টাইগারপয়েন্ট।
ওয়াচ টাওয়ার।
দুবলার চর।
হিরন পয়েন্ট।
.
❑ শিশু পলিসিঃ
-------------------------
৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী, ৩+ থেকে ৭ বছর পর্যন্ত ৫০% খরচ বহন করতে হবে, সেক্ষেত্রে বাচ্চারা অভিভাবকদের সাথে আসন শেয়ার করবে।
❑ খাবারঃ
-----------------
ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা ডবল মেন্যুর খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস, বিকালে নাস্তা সহ প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার স্বাদ। আরও থাকছে ২৪ ঘন্টা চা/ কফির ব্যাবস্থা।
-
নোটঃ খাবারের মেন্যু জানতে বা জাহাজের রুমের ছবি দেখতে কেউ আগ্রহী থাকলে,তবে আপনার ইমেইল আইডি আমাদের ইনবক্সে বা কমেন্টস বক্সে সেন্ড করুন,আমরা আপনাকে খাবারের মেন্যু ও জাহাজের ছবি সহ আরো বিস্তারিত আপনার ইমেইলে পাঠাবো।খাবারের মেন্যু বা জাহাজের রুমের ছবি আগে থেকে দেখা বা জানা থাকলে ভ্রমনের সময় আমাদের সার্ভিসের সাথে মিলিয়ে নিতে পারবেন।
.
❑ নিরাপত্তাঃ
----------------
★ সম্পুর্ন ফরেষ্টের তত্বাবধানে পরিচালিত হয় বিধায় এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ প্রতি জাহাজে অস্র সহ ফরেষ্ট এর দুইজন অফিসার ও আনসার বাহিনি থাকে বিধায় এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ সুদক্ষ গাইড ও ফরেষ্টের নির্দেশনা থাকার কারনে আকর্ষনীয় ও নিরাপদ স্থান সমুহে গমন করা যায়।
★ আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে যে কোন দুর্ঘটনা এড়াতে ও্যারলেসের মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়।
★ নিরাপত্তা ও হসপিটালিটির কারনে সুন্দরবন ট্যুরিজম এর সাথে এর সাথে প্রচুর মাহিলা ট্যুরিষ্ট ভ্রমন করেন।
-
খুলনা - সুন্দরবন ভ্রমনে রেইন ট্যুর দিচ্ছে সবচাইতে কম খরচে ভ্রমনের নিশ্চয়তা ।
-
আমাদের এই ভ্রমন প্যাকেজে এই প্যাকেজ মূল্যের বাইরে কোন প্রকার সার্ভিস চার্জ / হিডেন চার্জ নাই।
-
বিশেষ নোটঃ সুন্দরবনে সব স্পটে মোবাইল সিম নেটওয়ার্ক না থাকার কারনে টেলিটক সিম ব্যাবহার করতে পারেন।সুন্দরবনে বেশ কিছু স্পটে টেলিটকের নেটওয়ার্ক রয়েছে।
-
বিশেষ কিছু কথাঃ
--------------------------------
> আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান। আমরা পূর্ণ আন্তরিকতা দিয়ে অতিথিদের সেবা করতে চেষ্টা করি এবং কথা রাখতেও আমরা চেষ্টা করি।
> আমরা কেবল উন্নত, উদার মানুসিকতা সম্পন্ন ও পর্যটনবান্ধব অতিথিই প্রত্যাশা করি। একটি গ্রুপ ট্যুরে একে অপরকে আপন ভাবার প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ।
> খাবারের মেন্যু পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা টিম লিডারের থাকবে।
> খাবারের মেন্যু নির্ধারণ করতে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত।
> খাবারের সমালোচনা না করে পরামর্শ কাম্য।
> ভ্রমন চলাকালীন যেকোন সমস্যা হতে পারে। তা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
> যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন।
> সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
> কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
> দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
> অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন,লেনদেন করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
> দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বা কাজ করা যাবে না।
> সকল সমস্যা শান্তিপূর্ন ভাবে মিটানোর চেষ্ঠা থাকতে হবে।
> ভ্রমনের সময় ব্যাগ বা মালামাল নিজ দায়িত্বে রাখবেন, মালামাল হারালে বা খোয়া গেলে এর দায় ভার আপনাকেই নিতে হবে।
> কোন প্রকার মাদক এর সাথে সম্পৃক্ত থাকা যাবে না বা বহন করা যাবেনা।
> ধুমপায়ীগন অধুমপায়ীদের থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে ধুমপান করবেন।
> অসুস্থ / মহিলা / বাচ্চাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা রাখবেন।
> নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
-
দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটির বা যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে ভ্রমন বাতিল বা উঠতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের খরচ বা নতুন টিকেট ক্রয় /তারিখ পরিবর্তন খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহককে বহন করতে হবে।
ফোনে/অনলাইনে বা সরাসরি যে ভাবেই যেখানেই বুকিং দিন, বুকিং এর পুর্বে ভালোভাবে খোঁজ নিয়ে, বিস্তারিত ভালো করে জেনে তারপর বুকিং কনফর্ম করুন।কারন কথা বা জানার ক্ষেত্রে কোন গ্যাপ থাকলে যেমন আপনার ভ্রমণের আনন্দটাই নষ্ট হবে,আবার ঠিক তেমনি আমাদেরও সুনাম নষ্ট হতে পারে। যা আমাদের কারোই কাম্য নয়।
একটি সুন্দর ভ্রমন হোক আপনার জীবনের সুন্দর সৃতি।তাই ভ্রমনের পুর্বে বিস্তারিত জানতে আমাদের প্রতিষ্ঠানে এক কাপ চায়ের আমন্ত্রণ রইলো। ধন্যবাদ আপনাকে।
CONTACT: RAIN TOURS AND TRAVELS
PHON: 01617075866, 01717238377
Share:

Monday, January 11, 2021

 Rain Tours And Travels Exclusive: এবার খুব সহজেই, আরামসে যেতে পারবেন সেন্টমার্টিন! চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রবাল দ্বীপ সেন্টামার্টিনের উদ্দেশ্যে চালু হতে যাচ্ছে প্রমোদতরী বে-ওয়ান ক্রুজ।

ভ্রমণের খুঁটিনাটি বিস্তারিত দেখুন সময়'র ইউটিউবে.




Share: