Tuesday, June 1, 2021

সাবধান_এদের_থেকে

 #সাবধান_এদের_থেকে.

বাংলাদেশের ট্যুরিজম এরিয়া গুলোতে যে যেখানেই ভ্রমন করতে যাবেন সবসময় কিছু ব্যাক্তিদের থেকে সাবধানে থাকবেন। ১)সস্তা ফটোগ্রাফার...

এরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে তাদের আসল রূপ।আপনার হিসাবে যেখানে 50 টা ছবিও আসেনা সেখানে তারা সর্বনিম্ন 500 ছবি কোন দিক দিয়ে উঠাবে টেরও পাবেন না,তারপর শুরু হবে তাদের সংঘবদ্ধ চাদাবাজি তখন আপনার মনে হবে আপ্নি ছবি তুলে জিবনে সবচেয়ে বড় অন্যায় করেছেন। এসব ক্ষেত্রে অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে তুলবেন নতুবা তাদের সাথে চুক্তি করে নিবেন যে এত ছবি এত টাকা। ২)অটোওয়ালা,ভ্যান ওয়ালা,সিএন জি ওয়ালা ট্যাক্সিওয়ালা ইত্যাদি... এরাও আরেক বড় ধরনের বাটপাড় কারন এরা আপনাকে 2 মিনিটের রাস্তা 30 মিনিট ঘুরিয়ে বলবে 500 দেন ভাড়া,তাই ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে সবসময় অনলাইন রাইড শেয়ারিং এপ্স গুলো হেপ্লফুল। বা সবসময় অপরিচিত যায়গাতে গুগলম্যাপ এর সাহায্য নিয়ে চলাফেরা করুন অনেক বেচে যাবেন। আবার অনেক সময় এরা হোটেল যদি আপনাকে কোন হোটেল সাজেস্ট করে নিয়ে যায় তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে। ৩)হোটেল বা কটেজ এর দালাল.. এরা আপনাকে ট্যুরিষ্ট এরিয়াতে গেলে মাথা খেয়ে ফেলবে,আর এদের মাধ্যমে যদি কোন হোটেকে যান তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে। তাই চেষ্টা করবেন অনলাইন বুক করে যাওয়ার নতুবা নিজে খুজে তারপর হোটেলে উঠবেন। ৪)সুমিষ্টভাষী হোটেলবয় কিংবা লোকাল ব্যাক্তি.. আপনি দেশে কিংবা বিদেশে হোটেলবয় কিংবা লোকালদের প্ররোচনায় এমন কোন কাজে লিপ্ত হবেন না যেটা সেই দেশের আইনানুগ অপরাধ,এটার জন্যে ঘটে যেতে পারে আপ্নার জিবনে র সবচেয়ে বড় কোন দুর্ঘটনা। তাই ঘুরতে যাবেন ঘুরবেন তবে এসব থেকে সাবধান থাকবেন... ৫)ট্যুরিষ্ট গাইড... সবসময় ট্যুরিষ্ট গাইড এর ব্যাপারে খুবই সচেতন থাকবেন এবং অবশ্যই তার ব্যাপারে পর্যাপ্ত খোজ খবর নিয়ে তারপর তাকে নিবেন। এক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য বড় ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সাহায্য নিতে পারেন,তবে অবশ্যই ভালো সুনামধন্য কোন এজেন্সির সহায়তা নেবেন। আর ট্যুরিষ্ট গাইড কোন নতুন প্লেসের কথা বললে অবশ্যই গুগল করে জেনে নিবেন। ৬)বাস ট্রেন কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন... ভ্রমনের ক্ষেত্রে দুইটাকা বেশি হলেও চেষ্টা করবেন যেগুলো ব্রান্ডেড কম্পানি সেগুলোতে ভ্রমন করার,কারন ননব্রেন্ড গুলো খুবই বাজে সার্ভিস দিয়ে থাকে। যা আপনার ভ্রমনকেই পেইনফুল করে তোলার জন্য যথেষ্ট। আপনাদের প্রতিটা ভ্রমন আনন্দময় এবং নিরাপদ হোক এই কামনা রইলো। ধন্যবাদ সংগ্রহীত
🖤
Share:

0 comments:

Post a Comment