Saturday, August 16, 2025

ভারতীয়_ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র

 #ভারতীয়_ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র- 

1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে 

2. NID Card এর ফটোকপি।

3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)

4. ইউটিলিটি বিল এর ফটোকপি।

5. পেশা প্রমাণের জন্য-      

ক. চাকরিজীবী হলে এন.ও.সি।      

খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।               

গ.হাউস ওয়াইফ হলে স্বামীর প্রমাণপত্র।        

ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড। 

6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement মিনিমাম ২০০ ডলার হলে খুব ভালো হয় । অথবা এসবিআই ট্রাভেল কার্ড,বা যে কোন ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড ।

7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি। 

8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও  পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)। 

9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।

10. মেডিকেল পেপারস



Share:

0 comments:

Post a Comment