বাংলাদেশের রিয়েল পর্যটক'গণ ঘরে বসে-ই করতে পারেন জর্ডান টুরিস্ট ই-ভিসা ~
## ১ম ধাপঃ
#জর্ডান সরকার এর নির্ধারিত ভিসা এ্যাপ্লিকেশন অ্যাপ্স MOI ডাউনলোড করে নিন ~
★ চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে, আপনার নিজস্ব একটি ই-ভিসা এ্যাকাউন্ট তৈরি করে নিন।
★ চব্বিশ (২৪) ঘণ্টা'র মধ্যে-ই আপনার একাউন্টটি সচল হয়েছে বলে মেইল পেয়ে যাবেন।
★ এই ই-ভিসা এ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
★ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে আপনার (MOI) অ্যাপ্সে প্রবেশ করতে হবে।
★ এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মেয়াদি টুরিস্ট, বিজনেস সহ রকমারি ভিসা'র জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করা ভিসা'র আপডেট দেখতে পারবেন।
## ২য় ধাপঃ
★ আপনার ই-ভিসা এ্যাকাউন্ট প্রবেশ করে ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন।
★ আবেদন ফর্মে আপনার বাবা, মা, স্বামী/স্ত্রী সহ দাদা'র নামও লিখতে হবে।
★ আবেদন গ্রহণ হওয়ার পর আপনাকে সার্ভিস ফি বাবদ দুই (২) জর্ডানি ডলার পেমেন্ট করতে হবে। (ফাস্ট সার্ভিস অপশন চালু আছে তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে)
★ পেমেন্ট করার সাথে সাথে আপনি পেমেন্ট রশিদ এর লিংক সম্বলিত একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন।
★ অতঃপর অপেক্ষা করুন এক থেকে তিন (১-৩) দিনের মধ্যে অ্যাপ্স এবং মেইলে আপডেট পেয়ে যাবেন।
★ আপনার কাছে নতুন করে আরো ডকুমেন্টস চাইতে পারে। যেমন আমার কাছে প্রথমে আমার পূর্বের ভ্রমণের প্রমাণ সরূপ এন্ট্রি এক্সিট সিল সম্বলিত পাসপোর্ট পৃষ্ঠার কপি এবং দ্বিতীয় বার জানতে চেয়েছিল প্রকৃতপক্ষে আমি কেন জর্ডান ভ্রমণ করতে চাচ্ছি।
★ আমি সেই মোতাবেক প্রথমবার আমার সর্বশেষ ভ্রমণের এন্ট্রি এবং এক্সিট সিল সম্বলিত পাঁচটি পৃষ্ঠার কপি অতঃপর দ্বিতীয়বার আমার ট্রাভেল প্লান সহ একটি কাভার লেটার পাঠিয়ে দেই।
★ আপনারা আপনাদের কাছে চাওয়া অতিরিক্ত ডকুমেন্টস আপলোড করার দুই (২) কর্মদিবসের মধ্যে জামানতের তিন (৩) জর্ডানি ডলার পেমেন্ট করার অপশন পেয়ে যাবেন ইন্শাআল্লাহ্।
★ আল্হাম্দুলিল্লাহ্ আমি ঠিক চার (৪) দিন
(মাঝে সাপ্তাহিক ছুটি ছিল দুই (২) দিন) পরে জামানত সরূপ তিন (৩) জর্ডানি ডলার পেমেন্ট করার অপশন পেয়ে যাই।
★ জামানত এর তিন (৩) জর্ডানি ডলার পেমেন্ট করার সাথে সাথে আপনি, পেমেন্ট রশিদ এর লিংক সম্বলিত একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন।
★ এই জামানত এর পেমেন্টের পর আপনাকে অপশন দিবে যে, আপনি আপনার ভিসা ফি অনলাইনে পরিশোধ করবেন নাকি জর্ডান পৌঁছে (এয়ারপোর্ট অথবা ল্যান্ডপোর্ট) পরিশোধ করবেন।
★ যেহেতু আমরা বাংলাদেশিদেরকে প্রায়-ই ইমিগ্রেশন ঝামেলায় পড়তে হয় তাই আমি আমার ডাবল এন্ট্রি ভিসা ফি ষাট (৬০) জর্ডানি ডলার অনলাইনে পরিশোধ করে দেই। আপনারা চাইলে দ্বিতীয় অপশন নিতে পারেন।
★ ভিসা ফি পরিশোধ করার সাথে সাথে আপনি, পেমেন্ট রশিদ এর লিংক সম্বলিত একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন ইন্শাআল্লাহ্।
★ অতঃপর চব্বিশ (২৪) ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্সে, আপনার ভিসা চলে আসবে ইন্শাআল্লাহ্।
## ৩য় ধাপঃ
★ এবার আপনার ই-ভিসা এ্যাকাউন্টে প্রবেশ করে ডাউনলোড করে নিন ছবির মতো, জর্ডান এর ই-ভিসা।
★ অতঃপর ভিসা'য় উল্লেখিত মেয়াদের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত, ইসলামের ঐতিহাসিক নিদর্শন সম্বলিত, অনিন্দ্য সুন্দর দেশ জর্ডান থেকে।
★ এক সঙ্গে দুবাই/সৌদিআরব/কাতার এবং মিশর ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন,
সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।
★ মধ্যেপ্রাচ্যের যেকোনো দেশ থেকে জর্ডান এর বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় যথেষ্ট সস্তায় পেয়ে যাবেন।
★ কমদামে বিমান টিকেট পেতে মিনিমাম পনেরো (১৫) দিন আগে টিকেট কাটুন। আপনারা চাইলে সৌদি আরব থেকে বাই রোডে জর্ডান যেতে পারবেন।
#বিশেষ দ্রষ্টব্যঃ
★ অ্যাপ্স এবং মেইলে কিছু লেখা আরাবি-তে থাকতে বা আসতে পারে, সেক্ষেত্রে অভিজ্ঞ কারোর সহায়তা নিতে পারেন।
★ ভালো ট্রাভেল হিস্ট্রি না থাকলে ইনভাইটেশন আনাতে পারেন, সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স প্রায় শতভাগ।
★ যাঁরা মূলত ট্রাভেলার, তাঁরা ছাড়া অন্য সাধারণ কেউ ভিসা আবেদন করেও কোনো লাভ হবে না। যদিও ভাগ্য ক্রমে ভিসা হয়ে যায়, জর্ডান ইমিগ্রেশন অফিসার নতুন ট্রাভেলার'দেরকে ছাড়া'র সম্ভবনা নাই বল্লে-ই চলে।
★ অতএব শুধু শুধু আবেদন করে জর্ডান'কেও জয়বাংলা না করার অনুরোধ রইল।
#ভ্রমণ এবং ভিসা সম্পর্কিত তথ্য পেতে - লাইক, কমেন্ট, শেয়ার এর পাশাপাশি আইডি-টা ফলো দিয়ে রাখুন।
#জর্ডানভিসা #জর্ডানটুরিস্টভিসা
#Jordan #JordanVisa #JordanTouristVisa
0 comments:
Post a Comment