কিভাবে নিজে নিজে প্রথমবারেই Malayasia Multiple Entry Visa করবেন?
হ্যাঁ, টাইটেল ঠিকই আছে! প্রথমবারেই নিজে নিজেই মালেশিয়ার ৬ মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা করতে পারবেন!
মালেশিয়া ভিসা করার সহজ উপায় নিয়ে আগেও পোস্ট করেছিলাম কয়েক বছর আগে! যেই পোস্ট কপি করে এজেন্সিগুলি আর ইনফ্লুয়েঞ্জাগুলি বিজনেস ও শুরু করে দিয়েছিল!
তো আজকে আপনাকে দেখিয়ে দিব, কিভাবে এজেন্সি ছাড়াই, আপনি নিজেই ভিসা করে ফেলবেন খুব সহজেই!
Account: প্রথমেই নিজের ইমেইল আর ফোন নাম্বার ব্যবহার করে মালেশিয়ার নতুন ভিসা পোর্টালে একাউন্ট করে নিন! "malaysia e visa portal login" লিখে গুগল করলে প্রথমেই আসবে!
Image: প্রথমেই আপনার লাগবে ৩৫*৫০ মিমি সাইজের ছবি (সফট কপি) যা প্রায় ৪১৩*৫৯১ পিক্সেলের মতন! ভালো কোন স্টুডিও থেকে তুলতে পারেন! নইলে বাসায় সাদা ব্যাকগ্রাউন্ডে রঙ্গিন জামা পরে ছবি তুলে অনলাইনে ফ্রিতে ক্রপ/এডযাস্ট করে নিতে পারেন! গুগুল করলে অনেক সাইট পাবেন! ছবির বেলায় খেয়াল রাখবেন কানের পিছনে যেন চুল না থাকে! মালেশিয়ার ভিসার পোর্টালে লগিন করলেই আপনি ছবির রিকোয়ারমেন্ট পাবেন!
নতুন এই পোর্টালে AI ব্যবহার করা হয়, তাই ছবি তাদের পলিসিমত না হলে পরের স্টেপে যেতে দেয়না! বেশি খানিকটা বেগ পেতে হতে পারে ছবি এক্সেপ্ট করাতে গিয়ে! zoom in, zoom out করে করে প্রপারলি ফ্রেমে বসাতে হয়! এতে ১০-২০ মিনিট সময় লাগতে পারে কিছু ক্ষেত্রে!
Flight: Return Flight Ticket / Proof of Journey / Itinerary Document
আপনার আনপেইড ফ্লাইট বুকিং কপি লাগবে! অনেক এয়ারলাইন্সের সাইটে (thai airways, usbangla, singapore air) ২৪ ঘন্টার হোল্ড বুকিং পাওয়া যায়! সেটা ইউজ করতে পারেন! অথবা দেশি বুকিং সাইট গুলিতে (sharetrip, gozayaan) পে না করেই বুক করা যায় (pay later) - আবার পেমেন্ট পেজে গিয়ে ক্যান্সেল করে দিলেও একাউন্টে বুকিংটা দেখায় এসব সাইটে!
এভাবে বুক করে pnr দিয়ে এয়ারলাইন্স সাইটে pdf নামাতে পারেন! এসব অনেক সাইটে hold booking এর ও pdf দেয়! এই আনপেইড বুকিং কপিটাই যথেষ্ট!
Hotel: Proof of Paid Accommodation / Hotel Booking
প্রথমেই booking বা agoda এপে ঢুকে free cancellation এবং pay later/pay at hotel সিলেক্ট করে ফ্লাইটের সাথে মিলিয়ে একটা বুকিং দিবেন! গেস্ট এর অপশনে আপনি সহ ফ্যামিলির সবার নাম এড করে নিতে পারেন! একটা বুকিং এ পুরো ট্রিপের সমান হোটেল বুকিং দিবেন! যেমন ১-১০ নভেম্বর ফ্লাইট হলে হোটেল ও সেম ডেটের দিবেন!
Bank: Latest Proof of Financial Support
ব্যাংক থেকে ৬ মাসের স্টেট্মেন্ট এবং সল্ভেন্সি সারটিফিকেট তুলবেন! স্ক্যান করে প্রথমে সল্ভেন্সি এবং পরে স্টেট্মেন্ট যুক্ত করে একটা single pdf বানিয়ে নিবেন! pdf এর সাইজ ২ mb এর বেশি হলে অনলাইনে compress করে নিবেন!
Visa Letter: Company Dispatch Letter / Invitation Letter from Malaysian Government / Government Linked Companies (GLC)
প্রথমেই আপনাকে একটা cover letter লিখতে হবে!
হাইস্কুলে যেমন ছুটি চেয়ে দরখাস্ত লিখতেন, এটা ঠিক তেমনি!
আপনি কেন যাবেন, কয়দিন থাকবেন, সাথে কে কে যাবে (ফ্যামিলি মেম্বার হলে একটা ছকে তাদের নাম, জন্মতারিখ, পাসপোর্ট নং দিতে পারেন)? ভ্রমণের ব্যয় কে বহন করবে? পূর্বে কোথাও গিয়ে থাকলে সেটাও উল্লেখ করবেন!
এরপর আপনার office noc / leave letter দিবেন! ব্যবসায়ী হলে notarized trade license দিবেন! ডাক্তার হলে bmdc certificate যুক্ত করে দিবেন!
Other Document: এখানে আপনার রিলেভেন্ট অন্যান্য ডকুমেন্ট দিবেন!
- পূর্বের মালেশিয়া ভিসা কপি (যদি থাকে)
- অন্যান্য দেশের ভিসা কপি (যদি থাকে) (max 3)
- ম্যারেজ সার্টিফিকেট নোটারি (যদি উভয়ের পাসপোর্টে স্পাউজ নেম উল্লেখ না থাকে)
- অন্য যেকোন ধরনের ডকুমেন্ট যা আপনার ক্ষেত্রে রিলেভেন্ট
সবগুলি একটা pdf আকারে দিবেন!
Payment: উপরের স্টেপ গুলি হয়ে গেলে পেমেন্ট এর পালা! ফি মাত্র ১২৬ রিঙ্গিত। যেকোন ব্যাংকের কার্ড দিয়ে পে করতে পারবেন!
পেমেন্ট হয়ে গেলে ২-৭ দিনের ভিতরে ৬ মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা চলে আসবে!
------------------------- F A Q ---------------------------
প্রথমবার কি মাল্টিপল পাওয়া যাবে? ফ্রেশ পাসপোর্টে পাওয়া যাবে?
- ছবির ভদ্রলোকই পেয়েছে! উনার বয়স শুন্য! উনার কোন আয় নাই! কোন দেশের ভিসাও নাই!
- আচ্ছা, উনার উদাহরণ পছন্দ না হলে, আরো আছে! আমার অন্তত ১৪ জন পরিচিত ব্যাক্তি গত মাসে ফ্রেশ পাসপোর্টে নিজে নিজে মাল্টিপল এন্ট্রি ভিসা করে ঘুরে চলে আসছে!
মোটামুটি সব দালালই দেখলাম মানুষকে হুদাই ভুং ভাং দিচ্ছে! এসবে কান না দিয়ে নিজে নিজে এপ্লাই করুন! আপনার কাছে কোন ডকুমেন্ট লাগলে মালেশিয়া এম্বাসি মেইলে চাইবে!
পরিবারের ডিপেন্ডেন্টদের ফাইল কিভাবে সাবমিট করব?
- আপনার cover letter এ প্রত্যেক ডিপেন্ডেন্ট এর নাম, জন্মতারিখ, পাসপোর্ট নং উল্লেখ করবেন! এই কাভার লেটারটাই তাদের ফাইলে জমা দিবেন! এমনকি noc সহ অন্য সবই আপনার সেম সেম!
কিন্ত ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে আপনার পাসপোর্ট কপিও একেবারে সেশে এড করে দিবেন!
অর্থাৎ visa letter, other docs এই দুই জায়গায় আপনার পাসপোর্ট কপিও যুক্ত করে দিবেন pdf এর লাস্ট পেজে!
Other docs এ অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রে এপ্লিকেন্ট এর নিজের ভিসা কপি (যদি থাকে) দিবেন (স্পন্সরের নয়)। চিন্তার কিছু নেই, রিজেক্ট করবে না!
ভিসা এপ্রুভ হতে কত সময় লাগে?
- বরতমানে ২-৭ দিন লাগে! আমি রিসেন্টলি ৫২ ঘন্টায় পেয়েছি!
- আগের পোর্টালে সময় কম লাগত! গত বছর আমি ৪ মিনিটে ভিসা পেয়েছিলাম! পেমেন্ট করে কফি এনে ল্যাপ্টপে ফিরতেই দেখি ভিসা চলে এসেছে! খুব অবাক হয়েছিলাম!
আমি স্টুডেন্ট, বাবার ব্যাংক একাউন্ট দেখাতে পারব?
- হ্যাঁ, এক্ষেত্রে আপনার বাবার কাছ থেকে একটা লেটার (হাতে লিখা হলে ভালো হয়) নিবেন, যেখানে উনি জানাবে উনিই স্পন্সর! এটা cover letter এর সাথে যুক্ত করে দিবেন!
একাউন্টে ব্যালেন্স কত থাকা লাগে?
- স্পেসিফিক কিছু উল্লেখ নাই আসলে! সিঙ্গেল এপ্লিকেন্ট হলে ১ লাখ আর ফ্যামিলি হলে ২ লাখ থাকলেই যথেষ্ট! মোটামুটি অনেক দিন ধরেই ব্যালেন্স আছে, এমন স্টেট্মেন্ট দিবেন। হুট করে টাকা ঢুকিয়ে স্টেট্মেন্ট না তুলাই বেটার!
অবসরপ্রাপ্ত ব্যাক্তিদের ক্ষেত্রে কি লাগবে?
- সরকারি জবের ক্ষেত্রে মন্ত্রণালয়ের রিটায়ারমেন্ট পেপার এর নোটারাইজড কপি যুক্ত করবেন!
একবার প্রবেশ করলে কতদিন থাকতে পারব?
- সাধারণত প্রবেশ করলে ৩০ দিন অবস্থানের অনুমতি দেয়! এটা ইমিগ্রেশনের ইচ্ছায় চেঞ্জ হতে পারে!
ভিসার মেয়াদের সেশ দিন প্রবেশ করা যাবে?
- হ্যাঁ, আপনি সেশ দিন প্রবেশ করলেও ৩০ দিন অবস্থানের অনুমতি পাবেন!
কখন এপ্লাই করতে পারব?
- রবি থেকে বৃহস্পতিবারে ওয়ার্কিং আওয়ারে এপ্লাই করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন! এর বাইরে এপ্লাই হবে না, পেমেন্ট ও হবে না!
তবে ওদের সারভার খুব সিকিউর কিছু না, খুব সহজেই হ্যাক করে উপরের ইস্যু দুইটা সলভ করা যায় আসলে!
আমি কি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাকে ট্রাঞ্জিট পারপাজে ব্যবহার করতে পারব?
- হ্যাঁ, আপনি অন্যান্য দেশে যাবার জন্য ট্রাঞ্জিটে প্রবেশ করতে পারবেন! মালেশিয়া থেকে সবখানের এয়ারফেয়ার অনেক কম! এরা বাংলাদেশের মত না যে গলা চিপে এয়ারফেয়ার নিবে!
"Page with Previous Passport Number" - এখানে কি দিব?
- আপনার পূর্বের পাসপোর্ট এর ইনফরমেশন পেজ! যদি আগের কোন পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে বর্তমান পাসপোর্টটাই দিবেন!
ভাই, আপনাকে ইনবক্স করতে পারি?
- না! কোন অবস্থাতেই না! ব্যক্তিগত পরিচয় না থাকলে নক দেয়া থেকে বিরত থাকুন!
কোন প্রশ্ন থাকলে এখানেই কমেন্টে লিখুন!
---------------------------------------------------------
তো, আর দেরি কেন? এখনি নিজের এবং পরিবারের সবার জন্য নিজে নিজেই ভিসা করে ফেলুন এরপর খুব সহজেই Malaysia এবং আশে পাশের দেশগুলি ঘুরে আসুন! মালেশিয়া থেকে কিছু দেশের এয়ারফেয়ার খুবই কম - যেমন srilanka, nepal, maldives, pakistan - যেগুলি আমাদের দেশ থেকে ফেয়ার ভয়াবহ বেশি! মনে হয় আমাদের দেশ থেকে ফ্লাই করার সময় সোনা গলিয়ে ইঞ্জিনে দেয়!
0 comments:
Post a Comment